1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলো প্রয়াস বোয়ালখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ পরিদর্শন সারাশব্দ ছাড়া এসে পড়ে ওয়াগন ট্রেন, অল্পের জন্য রক্ষা শতশত মানুষের প্রাণ ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন: আবু নাছের জিলানীর মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। , হ-ত্যাচেষ্টার অভিযোগে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মা-মলা জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছে সরকার। সোনাইমুড়ীতে ঝটিকা মিছিল করেছে আ.লীগ কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নাশকতার প্রস্তুতির অভিযোগে বোয়ালখালীতে তিনজন আটক

লোভী বাবার কান্ড দেখে মেয়ের কীটনাশক পানে আত্ম হত্যার চেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৬৭৪ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে পরকীয়া প্রেমের জেরে দুই সন্তানের জনক প্রেমিক কবিরকে ঘরে আটকিয়ে রেখে মেয়ের লোভী বাবা রফিকুল নিলেন টাকা। আর বাবার উপর রাগে,ক্ষোভে ও অভিমানে স্বামী পরিত্যক্তা জেসমিন কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা।

জেসমিন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে।

আর এ ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের তেকানী গ্রামে। একই গ্রামের প্রতিবেশী হামেদ এর ছেলে দুই সন্তানের জনক নারী লোভী কবিরের সঙ্গে প্রতিবেশী রফিকুল ইসলামের মেয়ে জেসমিন এর সাথে প্রায় দুই বছর থেকে প্রেম-ভালোবাসা চলতে থাকে। বিষয়টি

জেসমিনের স্বামী বিবাহের ৮ মাসের মাথায় জানতে পারে জেসমিনকে তালাক প্রদান করেন। ঘটনার দিন ২৮ মার্চ মঙ্গলবার রাতে জেসমিনকে কুল/বড়াই দিতে/খাওয়াতে যায় পূর্ব প্রেমিক কবির। এসময় জেসমিনের পরিবারের লোকজন কবিরকে ঘরে আটকে রাখে। বুধবার ২৯ মার্চ সকালে উক্ত গ্রামের কিছু চতুর শ্রেণীর লোকজন গ্রাম‍্য মিটিংয়ের নামে বিষয়টি ৪০ হাজার টাকায় রফাদফা করে এবং শ্রমিক কবিরকে ছেড়ে দেয়। পাশাপাশি কবিরের পরিবার থেকে চাপ প্রয়োগ করে নেয়া টাকার অর্ধেক মাত্র ২০ হাজার টাকা জেসমিনের বাবা রফিকুলের হাতে ধরিয়ে দিয়ে চুপচাপ থাকতে বলেন। আর বাকী টাকা শালীস দরবারের লোকজন ভাগবাটোয়ারা করে নেন।

যেহেতু মেয়ের ইচ্ছা ছিল প্রেমিক কবিরকে বিয়ে করার। সে ইচ্ছা পূরণ না হওয়ায় বাবার উপর অভিমান করে মেয়ে জেসমিন ঘরে রাখা কীটনাশক পান করে। পরিবারের লোকজন টের পেলে তাকে উদ্ধার করে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ওসমানপুর) চিকিৎসার জন‍্য ভর্তি করায়। বতর্মানে জেসমিন উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে। এখানকার জরুরী বিভাগের চিকিৎসক জানান, জেসমিনের অবস্থা ক্রিটিকাল ছিল। তবুও এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। নির্ধারিত সময় পার হলে বোঝা যাবে।√#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট