কুতুব উদ্দিন রাজু : ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় রাউজান উপজেলা লেলাংগারা গ্রামে লেলাংগারা কেদ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে রফিক সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাজের মুরুব্বি, যুবক, ছাত্র, কিশোর সকলের অংশগ্রহণে এবং সর্বসম্মতিক্রমে রফিক সর্দারকে প্রধান উপদেষ্টা করে ১১ জন বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। অন্যান্য উপদেষ্টারা হলেন আলী আহমদ কোম্পানি, হাজী দৌলত, মো: শফিকুল আলম, রফিক সিদ্দিকী, মৌলানা জাহাঙ্গীর আলম হেলালী, মো: জসিম উদ্দিন (মর্ডাণ), আবু তাহের, মো: মতিউর রহমান চৌধুরী, মো: জসিম উদ্দিন, এমদাদুল ছালেক। উল্লেখ্য, সমাজের শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে
সমাজে চলি, সমাজ গড়ি, এতে বাড়বে দাম! সমাজটাই মোদের! লেলাংগারা আমাদের একটি গ্রামের নাম। একতাই বল! একতাই শক্তি! যদি সমাজ উন্নয়ণ চাও, তাহলে দেখাও গ্রামভক্তি। এই স্লোগানকে সামনে রেখে
“লেলাংগারা সমাজ সংস্কার কমিটি” গঠন করা হয়ছে।