বরিশাল ব্যুরো।
পটুয়াখালী সদর উপজেলার ১ নং লাউকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস বাচ্চুর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের (এল,জি,এস,পি) সহ অন্যান্য উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানাগেছে, ইউনিয়নের ১নং ওয়ার্ডর পেয়ারপুর গ্রামে কাঁচা রাস্তাকে ৬’ফুট প্রস্থ ১১০০’ফুট দৈর্ঘ্য ইট সলিং করন কাজের জন্য ইউনিয়ন পরিষদের (এলজিএসপি) ও অন্যান্য উন্নয়ন তহবিল থেকে সর্বমোট ৫,৮৭,৭৫০ টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্পটি চেয়ারম্যানের আপন ভাগিনা রাকিব এন্টারপ্রাইজকে দেয়া হয়।উক্ত রাকিক এন্টার প্রাইজ প্রতিষ্ঠানটি নাম সরস্ব হওয়ায় চেয়ারম্যান নিজের তত্বাবধানে করেন। গত দু’মাস ১১০০’ফুট রাস্তায় আনুমানিক ৪৫০/৫০০ ফুট কাজ হয়ে থেমে যায় এরপর বাকি কাজ না করেই বরাদ্দকৃত টাকা উত্তোলন করে নিয়ে আত্মসাৎ করেন চেয়ারম্যান। এছাড়াও সলিংয়ের নিচে ৬ ইঞ্চি বালু দেওয়ার কথা থাকলেও সেখানে ও অনিয়ম করা হয়েছে। এবং চেয়ারম্যান তার নিজের বাড়ির প্রবেশপথ পাঁকা করনের জন্য ইউনিয়ন পরিষদের (এল, জি,এসপির) প্রায় ১৪/১৫ লক্ষ টাকা ব্যায় করেন সেখান থেকেও টাকা আত্মসাৎ করেছেন ঠিকমত পরিষদের কার্যক্রম পরিচালনা হচ্ছে না এতে জনগন সেবা থেকে বঞ্চিত ও নানান ভোগান্তিতে পড়ছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
রাস্তাটি নির্মানে (১,২,৩ নং ওয়ার্ডের) সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসাঃ সাহানাজ বেগমকে সভাপতি করা হলেও তিনি বলেন,আমাকে নামে মাত্র সভাপতি করা হয়েছে এই কাজের ব্যপারে কিছুই জানি না। পরিষদের চেয়ারম্যান জোর করে বিল ভাউচারে স্বাক্ষর করিয়ে বিল উঠিয়ে নিয়েছেন বলে জানান।
এ বিষয়ে ইউপি সচিব বলেন, আমি ২/৩ দিন বিলে স্বাক্ষর না করে ফিরিয়ে দিয়েছি। চেয়ারম্যানের জোরাজুরির কারনে বিলে স্বাক্ষর দিতে বাধ্য হয়েছি।
এ নিয়ে লাউকাঠী ইউপি চেয়ারম্যান ইলিয়াস বাচ্চুর মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।