রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর ২০২৩-২৪ রোটা বর্ষের ডিসট্রিক্ট ইয়ুথ ডেভলপমেন্ট চেয়ারম্যান মনোনিত হয়েছেন রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির ২০১৬-১৭ রোটা বর্ষের সভাপতি রোটার্যাক্টর গিয়াস উদ্দীন, এছাড়াও তিনি ডিসট্রিক্ট জয়েন্ট সেক্রেটারি, রিজিওনাল রিপ্রেজেনটেটিভ, ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর, ডিসট্রিক্ট সেক্রেটারি, এ ডি আর আর, ২০১৭-১৮ জেলা কনফারেন্স সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন সুনামের সহিত, রোটারী অঙ্গনের বাইরেও তিনি বাংলাদেশ ব্লাড ব্যাংক চট্টগ্রাম জেলা শাখার সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট এর আজীবন সদস্য, এলিট রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা, শাহ্ পারওয়াল এবতেদায়ী মাদ্রাসার প্রচার সম্পাদক, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের তথ্য ও পাব্লিক রিলেশন সমন্বয়ক এর দায়িত্ব পালন করছেন, তিনি একজন নিয়মিত রক্তদাতা এবং রক্তের যোগান দাতা, এই বছর রোটারি জেলার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার জন্য কাউন্সিল ও ডি আর আর রোটার্যাক্টর শরীফুল ইসলাম অপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তরুণদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন, তিনি রোটার্যাক্ট সংগঠন এর অতীত দায়িত্বশীল দের পরামর্শ ও দেশবাসীর দোয়া চেয়েছেন।