বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি :
বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম রাজার দোয়াত-কলম প্রতীকের সমর্থনে এলাকাবাসী সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খালেদ মাহমুদ, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিজয় কুমার চৌধুরী কিষান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো রেজাউল করিম বাবুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. জানে আলম, আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন, নুরুল হুদা, ইউপি চেয়ারম্যান মো.মোকারম, কাজল দে, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রতন চৌধুরী, ইসমাইল হোসেন খোকন, দিদারুল আলম ও দেলোয়ার হোসেন হাসান।
এসময় যুবলীগ নেতা সায়েম কবির, মো. ইউছুপ,শাহাদাত হোসেন, ছাত্রলীগ নেতা এস এম কাজেম, ইউনুচ আজম খোকন, ইউপি সদস্য নুরুল আবছার, মো.মোরশেদ আলম, হাসান চৌধুরীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পদ প্রার্থী রেজাউল করিম রাজা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান। তার নির্বাচনী এ মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদের ভাই উত্তর জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি খালেদ মাহমুদ বলেছেন, ভোটারের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। ভোটার উপস্থিতি বাড়াতে হবে। যারা এখনো ঘুমিয়ে আছে তাদের জাগাতে হবে। সমাজ, পরিবারের প্রতি এবং আখেরাতের জন্য আমাদের কাজ করতে হবে।