1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলো প্রয়াস বোয়ালখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ পরিদর্শন সারাশব্দ ছাড়া এসে পড়ে ওয়াগন ট্রেন, অল্পের জন্য রক্ষা শতশত মানুষের প্রাণ ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন: আবু নাছের জিলানীর মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। , হ-ত্যাচেষ্টার অভিযোগে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মা-মলা জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছে সরকার। সোনাইমুড়ীতে ঝটিকা মিছিল করেছে আ.লীগ কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নাশকতার প্রস্তুতির অভিযোগে বোয়ালখালীতে তিনজন আটক

রামুর ঈদগড়ে সৃজন স্কলারশিপ-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

মিজানুর রহমান, রামু প্রতিনিধি :

কক্সবাজার জেলার মানবতার দৃষ্টান্তস্থাপনকারী প্লাটফর্ম সৃজন স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত সৃজন স্কলারশিপ-২০২৫ ইং এর ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রাপ্তদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ই জুন ) ঈদগড়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। এবং সর্বোচ্চ নাম্বার প্রাপ্তি ৩৫ জন মেধাবী শিক্ষার্থীদের ট্যালেন্টপুল, বিশেষ ও সাধারণ বৃত্তি ক্যাটাগরিতে ক্রেস্ট, কৃতিত্বের সনদ, বিজয়ী ম্যাডেল, আর্থিক সহায়তা ও ফুল দিয়ে সম্মাননা দেওয়া হয়। এ ক্যাটাগরিতে সর্বোচ্চ নাম্বার পেয়েছে ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী সাজেদা আক্তার।
এবং বি ক্যাটাগরিতে সর্বোচ্চ নাম্বার পেয়েছেন ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র সাইদুল আবরার।

উক্ত অনুষ্ঠানে সৃজনের সহ-অ্যাডমিন মাওলানা হাফিজ উল্লাহর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর বৃত্তি প্রাপ্ত ছাত্রী মোবাশ্বেরা জান্নাত শিথিলার সঙ্গীরা। এবং গোছালোভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সৃজনের পরিচালনা পর্ষদ সদস্য ওসমান গণি।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত সিনিয়র উপদেষ্টা ও ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান, সৃজনের উপদেষ্টা ও রামু মেরংলোয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সহকারী শিক্ষক (ইংরেজী) সাইফ উল্লাহ সাইফ, সৃজনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম, ঈদগড় মেডিকেল সেন্টারের সিনিয়র পরিচালক দিদারুল ইসলাম দিদার, বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম, ঈদগাঁও উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার আজিজুর রহমান রাজু, ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি নুরুল আবছার ও প্রতিষ্ঠাতা সভাপতি কায়ছার আলম তুহিন সহ সকল বৃত্তি প্রাপ্তদের অভিভাবকবৃন্দ।

সৃজনের পক্ষ থেকে সূচনা বক্তব্য, ফলাফল প্রকাশ ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাডমিন ও সৃজন স্কলারশিপ-২০২৫ এর পরীক্ষা নিয়ন্ত্রক মো: হামিদুল ইসলাম (এম.এ)।
সৃজনের কার্যকলাপ নিয়ে বক্তব্য রাখেন সৃজনের অ্যাডমিন ও স্কলারশিপের সচিব জাহেদুল ইসলাম। বক্তব্য রাখেন সৃজনের অ্যাডমিন ও স্কলারশিপের নিরীক্ষক মিজানুর রহমান (এম.এ) সৃজনের কার্যকরী সদস্য রবিউল হাসান সহ প্রমূখ।
সৃজনের অ্যাডমিন মো: হামিদুল ইসলাম জানান, সৃজন স্কলারশিপ-২০২৫ ইং এ যারা আর্থিক, প্রশাসনিক, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সকলের প্রতি সৃজন কৃতজ্ঞ।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ২০২৫ ইং ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭টি হল রুম উক্ত বৃত্তি পরীক্ষাটি সম্পন্ন হয়। বৃষ্টির কারনে উপস্থিতি কম হলেও ৩২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছিল। এসব শিক্ষার্থীদের ২ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়।
৯ম-১০ম শ্রেণী এ ক্যাটাগরি ও ৭ম-৮ম শ্রেণি বি ক্যাটাগরি। সৃজন স্কলারশিপ-২০২৫ ইং এ সর্বমোট ৬২৪ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট