পলাশ সেন। চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্তের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মঙ্গলবার ১২ই ডিসেম্বর সন্ধ্যায় বন্দর নগরীর দেওয়ানজি পুকুর পাড়ে রানা দাশগুপ্তের বাসভবনে যান তিনি। শিক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রাহুল দাশ দৈনিক দেশ বার্তা‘কে বলেন, “তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। অতীতেও বিভিন্ন সময় শিক্ষা উপমন্ত্রী মহোদয় রানা দাশাগুপ্তের সঙ্গে দেখা করেছেন। দুইজন দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দ্বাদশ সংসদ নির্বাচনে এবার চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন নওফেল।