1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল, এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবি নাগেশ্বরীতে প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার হত্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন অবুঝ শিশু খুশি মনিকে বাঁচাতে এগিয়ে আসার আকুতি বাবা মা’র হযরত শাহ্ আবদুল মালেক আল-কুতুবী (রাহ:)’র পবিত্র বার্ষিক ওরস শরীফ ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দু’দিন ব্যাপী তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি কুড়িগ্রামে নিয়োগ জালিয়াতি: কামাত আঙ্গারিয়া মাদ্রাসার সুপার গ্রেফতার। নাগেশ্বরীতে ছওয়াব মাইক্রোফাইন্যান্স শাখার উদ্বোধন নোয়াখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী নুসরাত জাহান দোলনা গ্রেপ্তার।

রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবের পর্দা উন্মোচন

  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

প্রদীপ্ত রণন

কাশফুল ,নীলাকাশ আর সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনের । কৈলাস থেকে মর্ত্যে আগমন করবেন দেবী দুর্গা । দেবী দুর্গার আগমনে অশুভ শত্রুর বিনাশ আর জগতের শান্তি প্রতিষ্ঠা হবে । এ বিশ্বাস নিয়ে প্রতি বছরের মতো এবছরও দেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে দেবী বন্দনার প্রস্তুতি ।

সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় পর্ব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে সাজ সাজ রব । মন্ডপ ও মন্দির গুলোতে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে । দুর্গোৎসবের প্রধান অনুসঙ্গ হলো দেবী দুর্গার প্রতিমা ।তাই উৎসব সামনে রেখে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা । পূজা শুরুর আগেই মা দুর্গাকে তুলতে হবে মন্ডপে ।

প্রতিমা শিল্পীদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন তাদের কারিগররাও । বিভিন্ন জায়গায় পাকা মন্দির গুলো রং আর কাপড়ের বাহারি সাজে সাজছে ।সংগীত ,নৃত্য ,আরতি ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মধ্য দিয়ে বর্ণিল উৎসব পালনের জন্য বিরামহীন প্রস্তুতি । ঢাকা ,চট্টগ্রামের মন্ডপগুলোর প্রতিমার মাটির কাজ এরই মধ্যে শেষ করে ফেলেছে । মূর্তি গড়া শেষে রং তুলির আচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমা ।

চট্টগ্রাম পটিয়া হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ পুজা মন্ডপের মৃৎ শিল্পী নিতাই পাল বলেন ” প্রতি বছরই আমরা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরীর কাজের অপেক্ষায় থাকি । শুধু মাত্র জীবিকার জন্যই নয় ।দেবী দুর্গার প্রতিমা তৈরীর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ধর্মীয় অনুভুতি ,ভক্তি আর ভালবাসা । দুর্গা মাকে মায়ের মতোই তৈরী করা হচ্ছে “।

বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সূত্র মতে , এ বছর সারা দেশে পূজা মন্ডপের সংখ্যা ৩২,৬৬৬ টি । সারা দেশের মধ্যে সবচেয়ে বেশী পূজা মন্ডপ চট্টগ্রামে ২,৪৮৩ টি । এবার ঢাকা মহানগরীতে পূজা মন্ডপের সংখ্যা ২৫৩ এবং চট্টগ্রাম মহানগরীতে ২৯২ টি ।
৮ অক্টোবর সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা ।পূজা শুরুর আগে সন্ধ্যায় বেল শাখায় দেবীর বোধন এক অত্যাবশকীয় আচার । শারদীয় এ উৎসবে বোধনের বিশেষ উল্লেখতা রয়েছে । পুরান অনুসারে ,ভগবান রাম চন্দ্র শরৎকালে রাক্ষস রাজ রাবনকে বধ করার উদ্দেশ্য দুর্গা পূজা করেন ।তিনি অকালে এই বোধন করেছিলেন বলে একে অকাল বোধনও বলা হয় । এ বছর দোলায় চরে দেবী দুর্গা মর্ত্য লোকে পদার্পণ করবেন । ০৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গা পূজার মূল আনুষ্টানিকতা ।পূজা চলবে ৫ দিন । ১৩ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট উপদেষ্টা । শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃড় হবে .এমনটাই সবার প্রত্যাশা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট