মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায় ২২০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও কর্ণফুলী ক্রীড়া পরিষদ।
শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) বিকালে পোমরা জামেয়া নঈমীয়া তৈয়বিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি শাহ্ নেওয়াজ ডাবলু প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা আব্দুল করিম চৌধুরী। এতে উদ্বোধক ছিলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের উপদেষ্টা আহমদ আলী নঈমী। প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী রাশেদ।
বিশেষ অতিথি ছিলেন প্রবাসী মুজাহিদ বাদশা প্রবাসী মোঃ সাদ্দাম হোসেন প্রবাসী মোঃ বেলাল হোসেন প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম আবদুল আলিম মাষ্টার, তানসেন দেশ প্রতিনিধি আবু বক্কর, মো. আবদুর রহিম, মাষ্টার আব্বাস আলী মুন্না মো.আবদুল আল নোমান হিরো মোহাম্মদ ফিরোজ উদ্দিন আব্দুল মান্নান প্রমুখ
এদিকে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রদান উপদেষ্টা জনাব নাসির উদ্দিন বাবর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দীন সি: সহ-সভাপতি হাজী ওসমান গনি সংগঠনের সকলের সহযোগীতায় প্রতি বছর রমজানের আগে ইফতার সামগ্রী আরো বড় পরিসরে দেওয়ার আশ্বাস দেন পাশাপাশি অসুস্থ ব্যক্তি, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার,মেয়ের বিয়ে,ধর্মীয়, সামাজিক, খেলা-ধুলা সহ বিভিন্ন ভাবে সহযোগীতা করে থাকে সংগঠনটি।