1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

রাঙ্গুনিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফঃ

মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা এই প্রতিপাদ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়ামে জামায়াতের উপজেলা আমীর মাওলানা হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের শুরা সদস্য অধ্যাপক আহসানুল্লাহ। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার কামাল হোসেন ও এসিসট্যান্ট সেক্রেটারি মো. শাহ আলমের যৌথ সঞ্চলানায় অনুষ্ঠিত সম্মেলনে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক ফজলুল করিম। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জাফরুল ইসলাম চৌধুরী, উপজেলা কর্ম পরিষদ সদস্য আ জ ম ওমর, শিলক শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজ এডহক কমিটির সভাপতি অর্থনীতিবিদ কাজী ইরফানুল হক, উপজেলা নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী নুরুল আলম। উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য ফিরোজ আলম ভূইঁয়া, প্রশিক্ষণ সম্পাদক ইলিয়াছ কোম্পানি, মাজলিসুল মুফাসসিরীন এর সহ সভাপতি মাওলানা ইসমাইল হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি রাশেদুল আলম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বলেন, ৫ আগষ্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। জুলুম নির্যাতন অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে এদেশের জনগণ সোচ্চার হয়েছে। যা ঈমানী চেতনার অংশ। রাষ্ট্র শাসন ব্যবস্থায় সৎ লোক না থাকলে কী হয়, বিগত ১৫ বছরে তা হারে হারে টের পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতারা দুর্নীতি করেনা তা হাজার বার প্রমাণিত। তাই জনগণ সৎলোকের শাসন কায়েমের জন্য উদগ্রীব । এই শতাব্দী, ইসলামী শতাব্দী উল্লেখ করে তিনি বলেন, আমরা ধর্ম নিরপেক্ষতার নামে নাস্তিক্যবাদি স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছি। কোরানের শাসন যারা চাই না তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল কোরানকে আমরা বিশ্বাস করি বলে ইসলাম জাতিভেদ বা হিংসার রাজনীতি করে না। আমরা দাসত্ব চায়না। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান উৎস হচ্ছে আগামীর সুষ্ট নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী সারা দেশে ৩০০ আসনে প্রার্থী ঘোষনা করেছে। কেন্দ্রের ঘোষনা অনুযায়ী চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে অধ্যক্ষ আমিরুজ্জামানকে মনোনয়নের ঘোষনা দিয়েছেন।
সভায় প্রধান অতিথি আরো বলেন, বড় গলায় বলতো শেখ হাসিনা পালায়না, আর এখন ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন। এই নতুন বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি ও দখলবাজি করতে দেয়া হবেনা।
আগামীর রাঙ্গুনিয়াকে মডেল উপজেলা উপহার দিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্টায় জামায়াতে ইসলামী বদ্ধপরিকর বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট