1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শাহ্ সুফি মাওলানা মাহবুবুল আলম হাফেজনগরী আল-মাইজভান্ডারী’র ইন্তেকাল বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জরিমানা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। বোয়ালখালীর হাজারীর চর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন পেঁয়াজের দামবৃদ্ধির কারণ জানতে সোনামসজিদে বন্দরে ভোক্তার ডিজি। সাতকানিয়ায় বাজালিয়া নাজমুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে যুবদলের বিশাল যুব সমাবেশে নেতাকর্মীর ঢল। চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড এলডিপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত ট্রাকের ধাক্কায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত পটিয়ার কৃতি সন্তান সেলিম নিজামীর ১৪ তম মৃত্যু বার্ষিকী আগামীকাল

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রীতি ফুটবল ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ।

গত ২৫ অক্টোবর পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৬নং পোমরা কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা।

কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী ডাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ রাশেদ হাসানের সঞ্চালনায় ঐতিহ্যবাহী রাঙ্গুনীয়া পোমড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ জয়লাভ করেন।
কর্ণফুলী ক্রীড়া একাদশ ও প্রবাসী কর্ণফুলী ক্রীড়া একাদশের মধ্যকার অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচটি পরিচলনা করেন সিজেকেএস এর রেফারি মুক্তি সাধন বড়ুয়া, সহযোগী রেফারি ছিলেন ওয়াহিদুল আলম ও দেলোয়ার হোসেন।পুরো খেলায় ধারা ভাস্যকার ছিলেন আল হাসান মনজু।
খেলায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া একাদশ ২-১ গোলে কর্ণফুলী ক্রীড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী দল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া একাদশের অধিনায়ক মো. তারেকের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও কর্ণফুলী ক্রীড়া একাদশের অধিনায়ক শাহনেওয়াজ চৌধুরী ডাবলুর হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন।
প্রথমার্ধে ২০ মিনিটে প্রবাসীর পক্ষে গোল করে এগিয়ে যান দ্বিতীয়ার্ধে ১৩ মিঃ সময় কর্ণফুলির পক্ষে ৯০ দশকে দূরান্ত চৌকস ফরওয়ার্ড খেলোয়াড় শাহনেওয়াজ চৌধুরী ডাবলুর ডিবলিং -এ গোল পরিশোধ করে ১-১গোলে সমতায় ফিরিয়ে আনেন, দ্বিতীয়ার্ধে ২৫ মিঃ এর মধ্যে প্রবাসীরা আরেকটি গোল করে ২-১ গোলে জয়লাভ করেন প্রবাসীরা।
কর্ণফুলী ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ এর খেলোয়াড়বৃন্দ গোলকিপার সাদ্দাম-১ কাজী রাশেদ-২ হান্নান-৭ শাহনেওয়াজ চৌধুরী ডাবলু-১০(অধিনায়ক) হেলাল-৬ কাজী জাহেদ-১৩ মানিক-৫ হিরু-৯ নয়ন-৩ মান্নান-১১ জসিম-৪ অতিরিক্ত খেলোয়াড় -শহীদ ইসলাম তানসেন বড়ুয়া, আবু বক্কর, আকবর আলী।
টিম ম্যানেজার হিসেবে ছিলেন আবু বক্কর, তানসেন বড়ুয়া,ইন্জিনিয়ার কাজী রাশেদ।
প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ এর খেলোয়াড়বৃন্দ
মোহাম্মদ তারেক-১১ (অধিনায়ক) সালাউদ্দিন -১ (গোলকিপার) শাহেদ-৯ মোহাম্মদ দিদার-৪ মিজান-১০ রাব্বি-৭ আরিফ-৫ সাব্বির -৩ নাসিম-২ নুরুল হাছান-১৩ মেহেদী-৪।
অতিরিক্ত খেলোয়াড়বৃন্দ-সাকিব আবু তৈয়ব,রুবেল।
টিম ম্যানেজার-মোহাম্মদ জসিম উদ্দিন।
উপস্থিতি অতিথিরা বক্তব্যে বলেন প্রবীণ নবীন সমন্বয়ে ফুটবল ম্যাচটা অত্যন্ত উপভোগ্য ম্যাচ পরিপূর্ণ একটি দল গঠন করতে হলে শক্তি ও কৌশল অবলম্বন করতে হবে, জয় নিশ্চিত আসবে।
মাদকের বিরুদ্ধে দুরান্ত দুর্বার, যদিওবা আয়োজকদের আয়োজনে প্রচুর ঘাটতি থাকার পরেও প্রধান অতিথি কর্ণফুলী ক্রীড়া পরিষদের উপদেষ্টা সমাজসেবী আবদুল করিম চৌধুরী বিশেষ অতিথি বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি দৈনিক দেশ বার্তার ব্যুরো প্রধান তরুন উদীয়মান গণমাধ্যম কর্মী মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, রাঙ্গুনিয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম, রাঙ্গুনিয়া মানবধিকার কমিশন সভাপতি মোহাম্মদ ইউসুফ,যুবনেতা মো. শাহজাহান, শহিদুল ইসলাম রিটন, সমাজসেবী নুরুল আমিন, কর্ণফুলী ক্রীড়া পরিষদের সিনিয়র সহসভাপতি তানসেন বড়ুয়া, দফতর সম্পাদক আবু বক্কর, সহ দফতর সম্পাদক আবদুল মান্নান অতিথি ও দর্শকদের আগমনে প্রাণবন্ত পরিপূর্ণতা নিয়ে আসে পুরা মাঠ ও এলাকা
জুড়ে ক্রীড়াই শক্তি-ক্রীড়া বল,মাদক ছেড়ে খেলতে চল রব উঠে। খেলা শেষে
প্রবাসীদের মানবিক কার্যক্রমের জন্য সম্মননা প্রধান করা হয়,প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দদের দেশে মানবাধিকার কাজের অগ্রনি ভুমিকা রাখায় কর্ণফুলী ক্রীড়া পরিষদের পক্ষ থেকে সম্মননা প্রধান করেন।
সম্বর্ধনা অতিথি
মোহাম্মদ জসিম উদদীন, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, মুহাম্মদ মমতাজুল হক চৌধুরী, এম আর মামুনুল হক,মোহাম্মদ আবদুস সামাদ, মুহাম্মদ সাব্বির হোসেন,লিটন কান্তি দাশ,মোহাম্মদ নুরুল হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট