নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীদের পরিষদের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বিদায় সম্মাননা দিয়েছে। বুধবার (১৯ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিদায় সম্মাননা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসটি নাসরিন ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পঞ্জক মল্লিক। অনুষ্ঠানে সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সম্মাননা জবাবে বলেন, রাঙ্গামাটি অনন্য সুন্দর আর কোথাও আছে কিনা আমার জানা নেই। রাঙ্গামাটিতে ২ বছর ৪ মাসের কর্মময় জীবন আমার চলার পথে পাথেয় হয়ে থাকবে।