1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় এভারগ্রীন ৯৪ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলো প্রয়াস বোয়ালখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ পরিদর্শন সারাশব্দ ছাড়া এসে পড়ে ওয়াগন ট্রেন, অল্পের জন্য রক্ষা শতশত মানুষের প্রাণ ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন: আবু নাছের জিলানীর মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। , হ-ত্যাচেষ্টার অভিযোগে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মা-মলা জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছে সরকার। সোনাইমুড়ীতে ঝটিকা মিছিল করেছে আ.লীগ কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

রাঙ্গামাটিতে ৫ টাকায় ব্যাগ ভর্তি বাজার করতে পেরে খুশি সুবিধা বঞ্চিতরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের জন্য পাঁচ টাকায় বাজারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। যেই বাজারে ১০ টাকা দিয়ে মুরগি, মাছ, চাল, তেল, ডাল, আটা, সুজি, লুঙ্গি, আলু, পেয়াঁজ, খাতা ব্যাগ, ছাতাসহ প্রায় ১৯ রকমের প্রয়োজনীয় পণ্য কিনতে পারছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি শহরের সাবরাঙ কমিউনিটি সেন্টারের মাঠে পাঁচ টাকার এ ভিন্নধর্মী বাজারের আয়োজন করে তারা। আর মাত্র ১০ টাকায় প্রয়োজনীয় বাজার ক্রয় করতে পেরে খুশি নিম্ন আয়ের ক্রেতারা। ভবিষ্যতেও এই ধরনের আরো নানান উদ্যোগ গ্রহণের কথা জানালেন উদ্যোক্তারা। আয়োজকরা জানান, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে স্বল্প আয়ের মানুষের খুব কষ্ট হচ্ছে। তাছাড়া রাঙ্গামাটিতে বন্যা ও পাহাড় ধসের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এইসব মানুষের মুখে হাসি ফুটাতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঁচ টাকার বাজারের কার্যক্রম। বিদ্যানন্দ ফাউন্ডেশনের তালিকা ভুক্ত ৩০০ জন নিম্ন আয়ের মানুষ ১০ টাকার বিনিময়ে এসব পণ্য ক্রয় করছেন।

ক্রেতা সুকুমার চাকমা বলেন, অতিবৃষ্টির ফলে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থ নিন্ম আয়ের মানুষের ক্রয়ক্ষমতা সীমিত হয়ে পড়েছে। ঠিক এই সময়ে ৫ টাকার বাজার তাদের কাছে যেন এক অবিশ্বাস্য ব্যাপার। এক টাকা করে ১ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, আলু, লবণ, ৩ টাকা দিয়ে লুঙ্গি এবং ২ টাকা দিয়ে এক প্যাকেট নুডলস কিনলাম। আমাদের মতো গরীব মানুষের এমন বাজার অনেক উপকার করছে।
ক্রেতা সমিতা তঞ্চঙ্গ্যা বলেন, নিয়মিত যা আয় করি তা দ্রুত শেষ হয়ে যায়। এখানে এসে ১০ টাকা দিয়ে অনেক পণ্য কিনতে পেরে আমি খুব খুশি। এমন বাজারের আয়োজন নিয়মিত করলে আমাদের জন্য অনেক উপকার হবে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, নিম্ন আয়ের মানুষ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো যেন স্বল্পদামে উৎসবমুখর পরিবেশে পণ্য ক্রয় করতে পারে এজন্য আমাদের পাঁচ টাকার বাজারের আয়োজন। এখানে পণ্যের সর্বোচ্চ মূল্য পাঁচ টাকা। এতে সুবিধাভোগীরা ১০ টাকা দিয়ে ৭০০ টাকার মতো পণ্যে পাচ্ছেন। সমাজের নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে নিয়মিত এমন আয়োজন চলমান থাকবে বলে জানান বিদ্যানন্দের এই বোর্ড সদস্যের। আর রাঙ্গামাটি জেলা শহরের বাইরে দুর্গম বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে বসবে ৫ টাকার এই হাট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট