নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর বাস্তবায়ন সংক্রান্ত্র এক সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ্যে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক কর্মপরিকল্পনা প্রনয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সকল সরকারী-বেসরকারী বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ীক প্রতিষ্ঠানসহ আমাদের প্রতিটি নাগরিকের তাদের স্ব-স্ব উদ্যোগে নিজেরাই কিভাবে নিজেদের প্রতিষ্ঠানের চার পাশ পরিষ্কার রাখা যায়। সে সকল বিষয়ে আলোচনা করা হয় এবং সভার পক্ষ থেকে যারা প্রতিষ্ঠান ও বাসস্থানকে নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানানো হয়।