স্টাফ রিপোর্টার, এস আল-আমিন খাঁন পটুয়াখালী।
পটুয়াখালীর গলাচিপা টু চরআন্ডা অভ্যন্তরীণ নৌ-রুটে যাত্রী ও মালামাল বাহী বন্ধু পরিবহন নামের একটি ট্রলার ডুবির ঘটনায় ২ জন নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। ট্রলারের মালিক ব্যবসায়ী দীপঙ্কর সাহা। এ ঘটনায় সাতার কেটে কিনারে আসা জীবিত দুইজন যাত্রী প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানাগেছে।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে উপজেলার বুড়া গৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী সাঁতার কেটে কিনারে আসা দুই যাত্রী জানায়, শুক্রবার বিকেল ৫টায় গলাচিপা লঞ্চ ঘাট থেকে ছেড়ে রাঙ্গাবালী উপজেলার চর আন্ডার উদ্দেশ্যে যাচ্ছিল বন্ধু পরিবহন নামের ট্রলারটি। পথ মধ্যে বুড়া গৌরাঙ্গ নদীর তিন মোহনায় গিয়ে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারটিতে পাঁচ থেকে সাতজন যাত্রী সহ মালামাল বোজাই ছিলো। তার আরও বলেন, ট্রলারটিতে অতিরিক্ত মালামাল লোড করা হয়েছিলো বলেই দূর্ঘটনার শিকার হয়ে ডুবে যায় বলে অভিযোগ দুই যাত্রীর।