চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদ মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হকের উপর এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদের নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়ার পর স্থানীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে।
১৮ মে সকালে মাদ্রাসায় ক্লাস চলাকালীন সময় অফিসে বসে কাজ করা অবস্থায় হঠাৎ লাঠিসোটা হাতে নিয়ে হামলা চালায় এডহক কমিটির সভাপতি ও তার অনুসারীরা। হামলার ঘটনায় মাদ্রাসার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি উচ্চ মাদ্রাসার ছাত্রছাত্রীদের ওপর হুমকিও দেওয়া হয়।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পরদিন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে তারা দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং মাদ্রাসায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারিভাবে হস্তক্ষেপ করা হোক।
মাদ্রাসার সুপার মাওলানা মোজাম্মেল হক পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানকে লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে ইউএনও জানান,“অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি বিনষ্ট করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”
স্থানীয়রা এ ঘটনার দ্রুত বিচার ও মাদ্রাসায় শিক্ষার পরিবেশ রক্ষার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।