সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল রাখা, ভেজাল ও মজুদদারীর বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবিতে আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান কে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, আবু বক্কর সিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক এড. বিবি আয়েশা, দপ্তর সম্পাদক মোরশেদ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আই’র চট্টগ্রাম ব্যুরো চীফ চৌধুরী ফরিদ। স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসক বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভেজাল ও মজুদদারের বিরুদ্ধেও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে সার্ক নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।