অভিযানঃ-গত ০৩ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ বুধবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি যশোরের এসআই(নিঃ)/বিপ্লব সরকার সংগীয় এএসআই (নিঃ)/মোঃ শফিউল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর জেলার চৌগাছা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে যশোর চৌগাছা থানাধীন রাজাপুর গ্রামস্থ জনৈক শফিকুল ইসলাম এর মুদি দোকানের সামনে হইতে দুপুর ০১.৩০ ঘটিকার সময় পলাতক আসামী মোঃ ইয়াছিন আরাফাত (২৫) এর ফেলে যাওয়া ৭৫ (পঁচাত্তর) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন। সে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেষপুর থানা এলাকার বড়বাড়ী গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিলের অবৈধ বাজার মূল্য অনুমান ২,২৫,০০০/-(দুইলক্ষ পঁচিশ হাজার) টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/বিপ্লব সরকার বাদী হয়ে যশোর চৌগাছা থানায় পলাতক আসামী মোঃ ইয়াছিন আরাফাত এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করেন।।