বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে মৎস্যজিবীদের উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ মে) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত ও সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারীজ প্রজেক্টের সহযোগীতায় উপজেলা মৎস্য অফিস কক্ষে ইউনিয়ন ভিত্তিক ২৫ জন কার্ডধারী জেলেদের ভার্চুয়ালি প্রশিক্ষণ প্রদান করছেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ও উপ প্রকল্প পরিচালক শ্রীবাস চন্দ্র চন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অদা:) শিমুল বড়ুয়া, মেরিন ফিশারীজ অফিসার রশা আদে মোররছালিন ও ক্ষেত্র সহকারী আবু মোহাম্মদ নোমান।
২৬ মে এবং আগামী ২৭ মে দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অদা:) শিমুল বড়ুয়া।