গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামের ‘মোহাম্মদ বদিউজ্জামান চৌধুরী জামে মসজিদ’ ওয়াক্ফ এস্টেট (ই.সি.নং-২২৫৪৪) মোতোওয়াল্লী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যার স্মারক নং-১৬.০২.০০০০.০৩৪.৩১.০০০.২৩, তাং-১৮/৭/২০২৩ইং থেকে আগামী ৩ বছর মেয়াদে বিশিষ্ট সমাজসেবক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি মোহাম্মদ আজিমুল ইসলাম চৌধুরী কে মোতোওয়াল্লী নিয়োগ করা হলো। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক ও সভাপতি জেলা ওয়াক্ফ উন্নয়ন কমিটি পরিপত্রের অনুলিপি প্রেরণ করা হয়েছে।