মোহাম্মদ আবরার হোসাইন আইমান কে বাঁচাতে এগিয়ে আসুন।
২১ মাসের অবুঝ শিশুটির হার্টে ছিদ্র, খাদ্যনালীতে মারাত্মক সমস্যা।
বিকাশ ও নগদ পার্সোনাল নাম্বারঃ ০১৮৯৪-১১৯৯০৪
আজিজুল হকের বাড়ী ১৭ নং খরনা ইউনিয়ন পরিষদ ০৫ নং ওয়ার্ড সাংবাদিকের বাড়ী। পিতার নামঃ নুরুল হক, মাতাঃ রাবিয়া বেগম। স্ত্রীর নামঃ সারজিনা বেগম।
তাঁদের ২১ মাসের শিশুর নাম মোহাম্মদ আবরার হোসাইন আইমান। জন্মের পর থেকে খাদ্যনালীতে কঠিন সমস্যা দেখা দেয়। হার্টে ছিদ্র পাওয়া যায়। পটিয়াতে চিকিৎসা শেষে চট্টগ্রাম শহরে নিয়ে যান । সেখান থেকে ডাক্তাররা আইমানকে ঢাকায় নিয়ে গিয়ে অপারেশন করাতে বলেন। কিন্ত আজিজুল হক রাজমিস্ত্রির কাজ করে কোন রকমে তাঁর জীবিকা নির্বাহ করেন । তাঁর সন্তান আইমানের অপারেশন এর জন্য প্রায় ৩-৪ লক্ষ টাকার প্রয়োজন। আজিজুল হক একার পক্ষে এই চিকিৎসা ব্যয় নির্বাহ করতে পারছেন না। তাই তিনি আপনাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করেছেন ।