বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষুধ বিক্রির অপরাধে উপজেলার চার ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
রবিবার (২ ফেব্রুয়ারী) উপজেলার শাকপুরা,কানুনগোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।ঔষধ প্রশাসনের মোহাম্মদ আবিদ আহসান ও বোয়ালখালী থানা পুলিশের সহযোগিতায় এ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে চারটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে শাকপুরার জিন্নাত সুলতানাকে ২০ হাজার, মিটু ভট্রাচার্য্যকে ২০ হাজার,কানুনগোপাড়া রয়েল দাশকে ১০ হাজার, সুমন মজুমদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, উপজেলার শাকপুরা ও কানুনগোপাড়া এলাকার চারটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষুধ বিক্রির দায়ে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর আইনে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।আনুমানিক ৭০ হাজার টাকার জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ পুড়িয়ে নষ্ট করা হয়ছে।