অরুন নাথ,পটিয়া,প্রতিনিধিঃ গতকাল শুক্রবার(৫ই মে) বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটিয়া উপজেলা কমান্ড আয়োজিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কনফারেন্স হল প্রাঙ্গনে এক ঈদ পুনমিলনী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
এ অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বক্তব্যকালে বলেছেন,একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের আর কেউ সম্মানিত করেনি।বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের কল্যানে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা এসব আরো কথা বলেন তিনি।
মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ মহিউদ্দিন আহমদের সভাপতিত্ব এ সভার সভাপতিত্ব করেন।এতে বক্তব্য রাখেন যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ নবী,চটগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা দিলীপ দাশ,জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু,উপজেলা আ,মীলীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,ছালামত উল্লাহ মল্ল,রফিক আহমদ,কবির আহমদ,রনজিৎ দাশ,বীর মুক্তিযোদ্ধা আমিন মেম্বার প্রমুখ।