বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী পূর্ব গোমদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও উঠান বৈঠক উপলক্ষ্য বৃক্ষরোপন কর্মসূচি ও ফল উৎসবের আয়োজন হয়েছে।
সোমবার (১৯ জুন) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যদের নিয়ে ব্যাংক এশিয়া অলিবেকারী আউটলেট শাখার সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্যদেন প্রধান শিক্ষক বাবু আশীষ কুমার চৌধুরী, ব্যাংক এশিয়ার সিনিয়র অফিসার জোবাইর আহমেদ, সিনিয়র শিক্ষক আবদুল হালিম চৌধুরী, বোয়ালখালী পৌরসভা কৃষকলীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,ব্যাংক এশিয়া অলিবেকারী আউটলেট শাখার সিনিয়র অফিসার ইয়াসমিন আকতার সহ শিক্ষার্থীদের অবিভাবকগণ।
পরে বিদ্যালয়ের অভিভাবক ছাত্র-ছাত্রীদের মাঝে ফল বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।