করোনাযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ মোরশেদ হোসাইন ‘চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল’র কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আজ ২৪ জুলাই সোমবার বেলা ১২টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কনফারেন্স হল রুমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল’র কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, ট্রেজারার ড. মোঃ সানাউল্লাহ, এস.এম জাফর, হারুণ ইউসুফ, ডা. ফজল করিম বাবুল। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, রোটারিয়ান ইউসুফ খান, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসিবুর রহমান প্রমুখ। সাক্ষাতকালে হাসপাতাল কর্তৃপক্ষ সার্ক নেতৃবৃন্দকে হাসপাতালের নতুন ভবনের বিভিন্ন ইউনিট পরিদর্শন করে দেখান এবং হাসপাতলের সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।