মেঘ জমিয়ে ডেকেছিলাম
চঞ্চল বৃষ্টি আর খোলা আকাশ হয়ে
এসেছিলে শহরতলীর বুকে।
ক্ষনিক মুহূর্ত, গল্পের প্লট ভিন্ন
কেউ কেউ আসেই পরিযায়ী হয়ে
ব্যাক্তিগত হওয়ার চেয়ে
শূন্যতা মুড়িয়ে আগলে থাকা ভালো।
জলের গৃহস্থালিতে মাঝে মাঝে
প্রেম ভাসে,, স্বপ্ন ভাসে মিথ্যে আশ্বাসে।
অচেনা পথে, গভীর রাতে কেউ
প্রিয় নাম ধরে ডাকে,,
অকারণে রাগ নেই,, মানিয়ে নেয়া নেই
শুধুই কল্পনার মায়াজাল।
তোমাকে পড়বো বলে
কবিতার জন্ম খুঁজে বেড়াই চোখের নীলে
আসলে মৃত ফড়িঙ এর খন্ডিত দেহের চেয়ে
জোনাকের মৃদু আলোর অমরত্ব ভালো।