সুশান্ত সিং রাজপুত মামলা থেকে স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর পক্ষ থেকে জানানো হয় যে, সুশান্তের সঙ্গে জড়িত মাদক মামলায় রিয়াকে জামিন দেওয়া নিয়ে যে চ্যালেঞ্জ তারা করেছিলেন, তা প্রত্যাহার করা হয়েছে। ২০২০ সালের অক্টোবরে রিয়ার জামিনের বিরোধিতা করেছিল সিবিআই। এদিন তা প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি সংস্থা জানিয়েছে বোম্বে হাইকোর্টের ব্যাখ্যা অনুসারে এনডিপিএস আইনের ধারা ২৭এ (যার অনুসারে অবৈধভাবে টাকার অনৈতিক লেনদেন ও অপরাধীকে আশ্রয় দেওয়ার জন্য একজনকে সর্বোচ্চ ২০ বছরের জন্য জেলে পাঠানো যেতে পারে) অনুসারে একটি উপযুক্ত সময়ের জন্য চ্যালেঞ্জটি তুলে রাখা হল। প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন সুশান্তকে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার মর্মান্তিক মৃত্যু সারা দেশের মানুষের মনে আঘাত দিয়েছিল। তার মৃত্যুর পর অভিনেতার বাবা কে কে সিং, সুশান্তের বান্ধবী রিয়ার উপর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে এফআইআর দায়ের করেন।
সুশান্তের মৃত্যুর মাস খানেকের মধ্যেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অভিনেতার মৃত্যুর সঙ্গে যুক্ত মাদকের মামলায় রিয়া এবং তার ভাই শৌক চক্রবর্তীকে গ্রেপ্তার করে। রিয়াকে ওই বছরেরই সেপ্টেম্বরের ৮ তারিখ গ্রেফতার করে এনসিবি। তার চারদিন আগে গ্রেফতার হন অভিনেত্রীর ভাই শৌভিক। পরে তারা দুজনই জামিনে মুক্তি পান। প্রথমে রিয়া ও পরে সৌভিক। সেই সময় এক লাখ টাকার বন্ড দিয়ে জেল থেকে ছাড়া পান সুশান্তের প্রাক্তন বান্ধবী। সম্প্রতি কাজে ফিরেছেন রিয়া। তাকে শেষ দেখা গিয়েছিল ‘চেহরে’ ছবিতে। যেখানে তার সঙ্গে ছিলেন ইমরান হাশমি ও অমিতাভ বচ্চন। আপাতত তাকে এমটিভির সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো রোডিজ: কর্ম ইয়া কাণ্ড-এ দেখা যাচ্ছে। যেখানে প্রিন্স নারুলা, গৌতম গুলাটির সঙ্গে তিনি একজন গ্যাং লিডার। রোডিজে কাজের জন্য আপাতত শিরোনামে রয়েছেন রিয়া। ছবি – সংগৃহীত