1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী ভোটে যেকোন ষড়যন্ত্র মোকা মোকাবেলা করতে হবে- ব্যারিস্টার খোকন মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটিয়ার কোলাগাঁওয়ে বিএনপির সমাবেশে এনামুল হক এনাম চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এড. নাজিম উদ্দীনের লিফলেট বিতরণ চন্দনাইশ মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণী সভায় কর্ণেল অলি বর্তমান পরিবর্তনের কারণে ধ্বংসের দিকে যাচ্ছে সমাজ এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ টাকা না দিলে ফাইল ধরে না তহসিলদার সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে জালে আটকা ৯ কেজি ওজনের অজগর সাপ নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তরুণ প্রজন্মের জন্য চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদকমুক্ত সমাজ গড়তে স্কুল পর্যায়ে খেলাধুলার ওপর জোর দিচ্ছে বিএনপি: মীর হেলাল

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে স্কুল লেভেলে ছেলেমেয়েদের ক্রিড়ার সাথে সম্পৃক্ত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি জেলা উপজেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টিং কমপ্লেক্স করা হবে। এ বিষয়টি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় রেখেছেন।’

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বোয়ালখালীর কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ৩১ দফা বাস্তবায়নে সকলকে মিলে কাজ করতে হবে। বিএনপি তারুণ্যের দল।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাবেদ মেহেদী হাসান সুজনের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সভাপতি আজিজুল হক চেয়ারম্যান, সাবেক আহ্বায়ক মো.শওকত আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান, পৌর বিএনপির আহ্বায়ক মো.শহীদুল্লাহ্ চৌধুরী, সদস্য সচিব ইউছুপ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.আজগর ও জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক ডা.মহসিন খান তরুণ।

এর আগে বিকেলে শহীদ জিয়া স্মৃতি সংসদ পোপাদিয়া আয়োজিত এ টুর্নামেন্টের অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চরণদ্বীপ ফুটবল একাডেমি বনাম পটিয়া এডিএস স্পোর্টিং ক্লাব। এতে ১-০ গোলে চরণদ্বীপ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জিএম চৌধুরী নয়ন এবং সহকারী রেফারি ছিলেন আবদুস শুক্কুর রানা ও মো. নুরুল আমিন। এ টুর্নামেন্টে ১২টি দল অংশ নিয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট