1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় এভারগ্রীন ৯৪ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলো প্রয়াস বোয়ালখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ পরিদর্শন সারাশব্দ ছাড়া এসে পড়ে ওয়াগন ট্রেন, অল্পের জন্য রক্ষা শতশত মানুষের প্রাণ ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন: আবু নাছের জিলানীর মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। , হ-ত্যাচেষ্টার অভিযোগে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মা-মলা জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছে সরকার। সোনাইমুড়ীতে ঝটিকা মিছিল করেছে আ.লীগ কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

মাদকমুক্ত সমাজ গড়তে স্কুল পর্যায়ে খেলাধুলার ওপর জোর দিচ্ছে বিএনপি: মীর হেলাল

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে স্কুল লেভেলে ছেলেমেয়েদের ক্রিড়ার সাথে সম্পৃক্ত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি জেলা উপজেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টিং কমপ্লেক্স করা হবে। এ বিষয়টি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় রেখেছেন।’

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বোয়ালখালীর কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ৩১ দফা বাস্তবায়নে সকলকে মিলে কাজ করতে হবে। বিএনপি তারুণ্যের দল।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাবেদ মেহেদী হাসান সুজনের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সভাপতি আজিজুল হক চেয়ারম্যান, সাবেক আহ্বায়ক মো.শওকত আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান, পৌর বিএনপির আহ্বায়ক মো.শহীদুল্লাহ্ চৌধুরী, সদস্য সচিব ইউছুপ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.আজগর ও জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক ডা.মহসিন খান তরুণ।

এর আগে বিকেলে শহীদ জিয়া স্মৃতি সংসদ পোপাদিয়া আয়োজিত এ টুর্নামেন্টের অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চরণদ্বীপ ফুটবল একাডেমি বনাম পটিয়া এডিএস স্পোর্টিং ক্লাব। এতে ১-০ গোলে চরণদ্বীপ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জিএম চৌধুরী নয়ন এবং সহকারী রেফারি ছিলেন আবদুস শুক্কুর রানা ও মো. নুরুল আমিন। এ টুর্নামেন্টে ১২টি দল অংশ নিয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট