পটিয়া ভেল্লাপাড়া ফ্রেন্ডস সোসাইটি ক্লাব কতৃক অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ভেল্লাপাড়া ফ্রেন্ডস সোসাইটি ক্লাব মাঠে উদ্বোধন করেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিন।উক্ত টুর্ণামেন্টে ক্লাব সভাপতি জোনাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানা।বিশেষ অতিথি ছিলেন ৯০ দশকের সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,পটিয়া উপজেলা তাতী লীগের সভাপতি মঞ্জুরুল আলম,সাবেক ছাত্রনেতা ক্লাবের প্রধান উপদেষ্টা ইমতিয়াজ সোহেল,সাবেক ছাত্রনেতা সাহাদাত হোসেন সাইফু,বিশিষ্ট সমাজসেবক বেলাল,দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জয়নুল আবেদীন ফরহাদ,মো: খোরশেদ,যুবনেতা সাগর নাথ।
বক্তব্য রাখেন ছাত্রনেতা সাজ্জাদ হোসেন,ক্লাবের সাইদুল হক,
মোরশেদ,রানা ,প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন আগামী প্রজন্মকে আদর্শিক ও মেধাবী করতে খেলাধুলার বিকল্প নাই।আজকের তারুণ্যে আগামী দিনের কর্ণধার।মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সবাইকে খেলাধুলার প্রতি নজর রাখতে হবে।ভেল্লাপাড়া ফ্রেন্ডস সোসাইটি প্রতি বছরের ন্যায় এই বার যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার।
এই এলাকা থেকে অনেক মেধাবী খেলোয়াড় জন্ম নিবে।আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে কাজ করতে হবে।
উক্ত খেলায় কৈয়গ্রাম ফ্যাশন ট্রেডিং একাদশ ১-০ গোলে ভেল্লাপাড়া আইয়ুব আলী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।