1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৭ জুন ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জেম হত্যা মামলায় পৌর মেয়র মোখলেশুর কারাগারে। সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পূর্বাশার আলো’র মৌসুমি ফল বিতরণ খাগড়াছড়ির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া পটিয়ায় প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার  চকরিয়া হস্তশিল্প নারী উদ্যোক্তারা আঞ্চলিক গন্ডি পেরিয়ে একদিন সারাদেশে সমাদৃত হবে দূমকিতে আশা এনজিও সদস্যের চেক ছিড়ে ফেলার অভিযোগ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত সেনা সদস্যের পরিবারকে গৃহ হস্তান্তর। ৮ জুন চট্টগ্রাম মহানগরে অটোরিকশা,টেম্পো‘র কর্ম বিরতি ঘোষণা। সড়ক দূর্ঘটনায় নিহত পটিয়ার ছাত্রলীগ নেতা মানিক’র ছোট বোনকে দেখতে হাসপাতালে উপস্থিত হুইপ সামশুল হক চৌধুরী  জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় প্রচার উপ-কমিটির সদস্য হলেন ইমরান হোসেন মুন্না

মাটিরাঙ্গা প্রেস ক্লাবের ইফতার মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৪৪ বার পড়া হয়েছে

প্রতিনিধি, খাগড়াছড়ি :

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মাটিরাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলকে ঘিরে স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের উপস্থিতি মিলন মেলায় রূপ নেয়। এসময় প্রেস ক্লাব মিলনায়তনে এক সৌহার্দ্যপূর্ন পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার (৫ এপ্রিল) মাটিরাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে
মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিসদের সদস্য হিরন জয় ত্রিপুরা।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা বলেন, মাটিরাঙ্গায় সরকারী উন্নয়ন কর্মকান্ড জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের অবদান অনস্বিকার্য। সরকারের বাস্তবায়িত উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার মাধ্যমে ইতিবাচক সাংবাদিকতার চর্চা করতে হবে। ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভাবমুর্তি রক্ষায় কাজ করতে হবে।

ইফতার মাহফিলে আবাসিক প্রকৌশলী যত্নমানিক চাকমা, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, মাটিরাঙ্গা সাংবাদিক ফোরামেন সভাপতি মো. আলী হোসেন, যুব রেডক্রিসেন্টের দলনেতা মো. আব্দুল মালেক, সামাজিক সংগঠন বন্ধু জুনিয়রের সভাপতি মো. মামুনুর রশীদ মামুন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহসভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল ও যুগ্মসম্পাদক সাগর চক্রবর্তী কমল ছাড়াও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গায় ইতিবাচক সাংবাদিকতাকে এগিয়ে নিতে মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সদস্য সংবাদকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রেস ক্লাব সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে মুলধারার সাংবাদিকতাকে এগিয়ে নিতে কাজ করছে।

ইফতার মহাফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. হারুনুর রশীদ আজিজী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট