জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ স্লোগানকে ধারন করে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন দুর্গম শিশকবাড়ীতে বিনামুল্যে ঔষধ বিতরনসহ চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী। গুইমারা সেনা রিজিয়নের তত্বাবধানে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুর্গম জনপদের পাঁচ শতাধিক চিকিৎসা সেবা বঞ্চিত হত-দরিদ্র ও দু:স্থ পাহাড়ি-বাঙ্গালীর মাঝে বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শিশকবাড়ী সেনা ক্যাম্প সংলগ্ন গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।
মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক বলেন, প্রয়োজন থাকলেও
দুর্গম এলাকার লোকজন অর্থাভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেনা। সেনাবাহিনী সবসময়ই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়য়ে আসছে। তারই ধারাবাহিকতায় চিকিৎসাবঞ্চিত শিশকবাড়িতে বিনামুল্যে ঔষধ বিতরনসহ স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।
স্থানীয় ইউপি সদস্য ধর্মজ্যোতি ত্রিপুরা মাটিরাঙ্গা জোনের মানবিক কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে বলেন, সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় দু:স্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে। সেনাবাহিনীর এ ধরনের মানবিক কর্মকান্ড স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আপ্লূত গকুলপাড়ার হেমেন্দ্র ত্রিপুরা ও শিশকবাড়ীর হেমালিকা ত্রিপুরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বলেন, অনেক দিন ধরে নানা সমস্যায় ভুগলেও গরীব মানুষ আর্থিক অভাবে ডাক্তার দেখাতে পারেনা। আর্মির ডাক্তার চিকিৎসাসহ বিনামুল্যে ঔষধ দিয়েছে।
দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে পিছিয়েপড়া জনপদে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচীর আওতায় ক্যাম্পে আসা পাঁচ’শ রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও আ ঔষধ প্রদান করা হয়।