1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বোয়ালখালীতে এতিমদের খাদ্য সামগ্রী দিয়েছেন ইউএনও আন্তর্জাতিক সেবা সংগঠন বাংলাদেশ নির্বাচিত প্রেসিডেন্টঃ লায়ন ফাহিম উদ্দিন চৌধুরী, সেক্রেটারীঃ লায়ন রাজীব নাথ,ট্রেজারারঃ লায়ন শাহাজাহান ফরহাদ পটিয়াতে প্রত্যয়ের উদ্যোগে “রং তুলিতে স্বপ্নের বাংলাদেশ” শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সম্প্রীতি শান্তি সমাবেশ ও র‍্যালি নিয়ন্ত্রণ হারিয়ে কালুরঘাট সেতুর  রেলিং ভেঙ্গে চাঁদের গাড়ি  কর্ণফুলী নদীতে গাইবান্ধায় সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মোশাররফ হোসেন পিপিএম পটিয়ার জিরি জনকল্যান সংঘের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন “শিখর” বন্যা পরবর্তী বাসস্থান পুর্নাবাসনে ছাত্র সংগঠনের সহায়তা

মাটিরাঙ্গার দুর্গম শিশকবাড়ীতে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ স্লোগানকে ধারন করে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন দুর্গম শিশকবাড়ীতে বিনামুল্যে ঔষধ বিতরনসহ চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী। গুইমারা সেনা রিজিয়নের তত্বাবধানে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুর্গম জনপদের পাঁচ শতাধিক চিকিৎসা সেবা বঞ্চিত হত-দরিদ্র ও দু:স্থ পাহাড়ি-বাঙ্গালীর মাঝে বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শিশকবাড়ী সেনা ক্যাম্প সংলগ্ন গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।

মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক বলেন, প্রয়োজন থাকলেও
দুর্গম এলাকার লোকজন অর্থাভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেনা। সেনাবাহিনী সবসময়ই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়য়ে আসছে। তারই ধারাবাহিকতায় চিকিৎসাবঞ্চিত শিশকবাড়িতে বিনামুল্যে ঔষধ বিতরনসহ স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

স্থানীয় ইউপি সদস্য ধর্মজ্যোতি ত্রিপুরা মাটিরাঙ্গা জোনের মানবিক কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে বলেন, সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় দু:স্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে। সেনাবাহিনীর এ ধরনের মানবিক কর্মকান্ড স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আপ্লূত গকুলপাড়ার হেমেন্দ্র ত্রিপুরা ও শিশকবাড়ীর হেমালিকা ত্রিপুরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বলেন, অনেক দিন ধরে নানা সমস্যায় ভুগলেও গরীব মানুষ আর্থিক অভাবে ডাক্তার দেখাতে পারেনা। আর্মির ডাক্তার চিকিৎসাসহ বিনামুল্যে ঔষধ দিয়েছে।

দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে পিছিয়েপড়া জনপদে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচীর আওতায় ক্যাম্পে আসা পাঁচ’শ রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও আ ঔষধ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট