1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

মাটিরাঙ্গার দুর্গম শিশকবাড়ীতে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ স্লোগানকে ধারন করে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন দুর্গম শিশকবাড়ীতে বিনামুল্যে ঔষধ বিতরনসহ চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী। গুইমারা সেনা রিজিয়নের তত্বাবধানে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুর্গম জনপদের পাঁচ শতাধিক চিকিৎসা সেবা বঞ্চিত হত-দরিদ্র ও দু:স্থ পাহাড়ি-বাঙ্গালীর মাঝে বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শিশকবাড়ী সেনা ক্যাম্প সংলগ্ন গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।

মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক বলেন, প্রয়োজন থাকলেও
দুর্গম এলাকার লোকজন অর্থাভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেনা। সেনাবাহিনী সবসময়ই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়য়ে আসছে। তারই ধারাবাহিকতায় চিকিৎসাবঞ্চিত শিশকবাড়িতে বিনামুল্যে ঔষধ বিতরনসহ স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

স্থানীয় ইউপি সদস্য ধর্মজ্যোতি ত্রিপুরা মাটিরাঙ্গা জোনের মানবিক কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে বলেন, সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় দু:স্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে। সেনাবাহিনীর এ ধরনের মানবিক কর্মকান্ড স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আপ্লূত গকুলপাড়ার হেমেন্দ্র ত্রিপুরা ও শিশকবাড়ীর হেমালিকা ত্রিপুরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বলেন, অনেক দিন ধরে নানা সমস্যায় ভুগলেও গরীব মানুষ আর্থিক অভাবে ডাক্তার দেখাতে পারেনা। আর্মির ডাক্তার চিকিৎসাসহ বিনামুল্যে ঔষধ দিয়েছে।

দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে পিছিয়েপড়া জনপদে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচীর আওতায় ক্যাম্পে আসা পাঁচ’শ রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও আ ঔষধ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট