জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালের দিকে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলামের সঞ্চালনায় ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাবুল আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ ফরাজি ও মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম প্রমুখ।
এর আগে, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। একই সময়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে। নিজেদের বিভেদ ভুলে পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত হবার লক্ষে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা এবং পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
##