জেলা প্রতিনিধি, খাগাড়ছড়ি :
নির্বাচনি আচরণ বিধিমালা বাস্তবায়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় আগাম ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ শুরু করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
শনিবার (২ ডিসেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজনৈতিক নেতাদের আগাম প্রচারনার ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারন করেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীদের আগাম প্রচারনার ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাটিয়ে ছিলেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে শোভা পাচ্ছিল রাজনৈতিক নেতাদের প্রচারণার পোস্টার-ফেস্টুন। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণার ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের নির্দেশ দেয়।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী আচরণ বিধিমালা বাস্তবায়নে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, বিলবোর্ড, দেওয়াল লিখন, ইত্যাদি প্রচার সামগ্রী প্রার্থীদের নিজ উদ্যোগে অপসারণ করতে একটি বিজ্ঞপ্তি জারি করা হলে কিছু প্রার্থী অনুসরণ করলেও অনেকেই নির্বাচনী আচরণ বিধিমালা অনুসরণ করেননি।
এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী আচরণ বিধিমালা বাস্তবায়নে মাঠে নেমেছেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। অভিযানের প্রথম দিনেই তিনি মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে সাটানো আগাম প্রচারণার ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করেন।
মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী বিধিমালা না মানলে পরবর্তীতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যাস্থা গ্রহণ করা হবে।