1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ২৩ জুন ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
“প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাইফুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করলো প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ” বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এক দোকানিকে জরিমানা বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় ছাত্র শিবিরের দোয়া মাহফিল সোনাইমুড়ীতে পুকুরে মিলল কামরুলের লাশ সোনাইমুড়ীতে চোর চিনে ফেলায় বৃদ্ধা খুন বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৩ বোয়ালখালীতে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার। নাগরিক সুবিধা বৃদ্ধিতে বাড়াতে হবে রাজস্ব আদায়: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন কবিতার অসুখ ও নিঃশব্দ মৃত্যুর প্রান্তে—প্রতিমা দাশের এক ব্যতিক্রমী সৃষ্টি”

মাটিরাঙ্গায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এসোসিয়েশনের অভিষেক

  • প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩৪৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ জুন) বেলা ১২ টার দিকে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. সামছুল হক।

মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেমে’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার
অধ্যক্ষ কাজী মো. সলিম উল্যাহ।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মো. এরশাদ আলীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে তবলছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম ও বেলছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

মাটিরাঙ্গার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত ও গতিশীল করা, মাধ্যমিক ও সমমান স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন আন্দোলন, ও বাস্তমূখী করতে নিজেদের করনীয় সম্পর্কে আলোচনা করা হয়। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা।

এর আগে গেল ৩০ এপ্রিল এক সভায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেমকে সভাপতি ও তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমকে সাধারন সম্পাদক এবং মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এ্যন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলামকে সংগঠনিক সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট মাটিরাঙ্গা উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এসোসিয়েশনের কমিটি গঠিত হয়।

অভিষেক অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট