1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৮ জুন ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী সুবর্ণচরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ বোয়ালখালীতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান বোয়ালখালীতে অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত ও মজুদের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ডোবায় পড়ে বোয়ালখালীতে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু বোয়ালখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক, খোয়া গেল অটোরিকশা-মোবাইল-নগদ টাকা নাচ-গান-আবৃত্তিতে প্রত্যয়ের বর্ষাবরণ পটিয়ায় ঐতিহাসিক হাজী আনোয়ার আলী জামে মসজিদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সোনাইমুড়ী প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে পকেট কমিটি নয়, ত্যাগীদের স্বীকৃতি চাই: বোয়ালখালী বিএনপি

মাটিরাঙার দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

অনুমোদনহীন ইটভাটায় চলমান অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ইটভাটায় অভিযান চালিয়ে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ওই দুই ইটভাটায় ১৮৩৫৭ ঘনফুট জ¦ালানী কাঠ জব্দ করে।

বুধবার (৬ ডিসেম্বর ) বিকেলের দিকে ওই দুই ইটভাটায় অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। এসময় ফরেস্টার মো. তাওহীদুর রহমান লিটন তার সাথে ছিলেন।

অভিযানকালে অনুমোদহীন ইটভাটায় কয়লার বদলে জ্বালানি হিসেবে গাছ কেটে কাঠ সংগ্রহ ও মজুদ করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ধারামতে এইচএনজে ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা এবং এমআরবি ইটভাটা মালিককে ১ লাখ টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত।

একইসাথে এইচএনজে ইটভাটায় আনুমানিক ৩,১১১ ঘনফুট এবং এমআরবি ইটভাটায় আনুমানিক ১৫,২৪৬ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়। এসব কাঠ মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলমগীর হোসেনের জিম্মায় দেয়া হয়। একই সাথে জব্দকৃত কাঠ বিধি মোতাবেক নিলাম করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। এতে ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট