1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া পূর্ব ডাঙ্গাপাড়া জামাল উদ্দিনের বসতভিটা দখলের পাঁয়তারা,থানায় অভিযোগ। শিক্ষা ব্যবস্হা সংস্কার ও জাতীয়করণ বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান রাসুল (সা.) বিশ্ব তথা মানব জাতির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। লায়ন্স ক্লাব অব চিটাগাং এপেক্স এর আয়োজনে ফটিকছড়ি, ভূজপুর, বন্যা-কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী, বিতরন ও বৃক্ষ রোপন কর্মসূচি জশনে জুলুস সফল করার আহবান পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মিথ্যা গরু চুরির মামলায় দুই ভাইকে ফাঁসানোর অভিযোগ ঘর থেকে তুলে নিয়ে মারধর ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন রাঙ্গুনিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষী গাছ কেটে নেয়ার অভিযোগ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আশ্রয়প্রশয়দাতা হয়ে উঠছেন_বিএনপির শাজাহান তালুকদার। শাহ্ সুফি হযরতুল আল্লামা আলহাজ্ব আবদুল মাবুদ হুজুরের ইন্তেকাল মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

মাটিরাঙায় ত্রিশ লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষধ জব্দ : আটক-১

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩৫৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ৩০ লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করেছে মাটিরাঙা থানা পুলিশ। এসময় অবৈধ ভারতীয় ঔষধ পাচারের সাথে জড়িত দিনমোহন ত্রিপুরা (২৪) নামে একজনকে আটক করেছে মাটিরাঙা থানা পুলিশ।

দিন‌মোহন ত্রিপুরা (২৪) মা‌টিরাঙ্গা সদর ইউ‌নিয়‌নের ৭নং ওয়া‌র্ডের ধনিরামপাড়ার চাঁন ‌মোহন ত্রিপুরা প্রকাশ কু‌লি ত্রিপুরার ছে‌লে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকালের দিকে খাগড়াছড়ির মাটিরাঙা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদয়পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় ঔষধসহ তাকে আটক করা হয়।

বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় ঔষধ আটকের বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ উপায়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় ঔষধ মাটিরাঙা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদয়পাড়া এলাকায় মজুদ করা হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় দীনমোহন ত্রিপুরার একচালা ঘরে মজুদ করা ১০টি প্লাস্টিকের বস্তায় রাখা ৬ লাখ ২৫ হাজার ৮শ ৪০ পিস অবৈধ ভারতীয় ঔষধ উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়
দিনমোহন ত্রিপুরা (২৪) কে আটক করে মাটিরাঙা থানা পুলিশ।

এ ঘটনায় অবৈধ ভারতীয় ঔষধ পাচারের সাথে জড়িত দিনমোহন ত্রিপুরাসহ দুই জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙা থানায় একটি মামলা দায়ের করেছেন মাটিরাঙা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রায়ই সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় ঔষধ প্রবেশ করছে। এসব ভারতীয় ঔষধ অবৈধ পথে আমদানি রোধে মাটিরাঙ্গা থানা পুলিশ কাজ করছে। আটককৃত ভারতীয় ঔষধের বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকারও বেশী বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট