জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গার করল্যাছড়ি পুরান বাজারে অগ্নিকান্ডে তিন ব্যাবসায়ীর স্বপ্ন যখন পুড়ে ছাই হয়ে গেছে। এতে নি:স্ব হয়ে পড়ে ক্ষতিগ্রস্থ দোকানীরা। তখন সরকারী সহায়তা নিয়ে ওই তিন ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।
শনিবার (০৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে করেন। ওই তিন ব্যাবসায়ীকে সরকারী সহায়তা হিসেবে দুই বান্ডিল করে ঢেউ টিন, নগদ ৬হাজার টাকা ও কম্বল প্রদান করেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গনি ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম ছাড়াও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার (৮ ডিসেম্বরের) দিবাগত মধ্যরাতে মাটিরাঙ্গার করল্যাছড়ি পুরান বাজারে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আট লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ দোকানীরা।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত