1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক কবিতাঃ ভোটদান – মো. হোসাইন জাকের পটিয়ায় মীর গ্রুপ প্রতিষ্টাতা শিল্পপতি মরহুম মীর আহমদ সওদাগরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বোয়ালখালী নির্বাচন অফিসে ঝুলছে গণভোটের প্রচারে ‘হ্যাঁ’ শব্দের বানান ভুলের ফেস্টুন

মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ

  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় সুন্নি জনতা। হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার গোমদণ্ডী ফুলতল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে আরাকান সড়কে ব্যারিকেড তৈরি করে। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তিন ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি।

বিক্ষোভকারীরা এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘প্রশাসন জবাব দে, নইলে গদি ছেড়ে দে’, ‘আউলিয়াদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই’, ‘শাহজালালের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’—এমন নানা স্লোগান দিতে থাকেন।

উপজেলা ছাত্রসেনা নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধ পালিত হয়েছে এবং এতে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। কর্মসূচি শেষে ফুলতল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদর প্রদক্ষিণ করে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘ভয়ংকর রূপ নিচ্ছে মব ভায়োলেন্স। নিরীহ আলেমদের সরলতার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে।’ তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনায় নিরব ভূমিকা পালন করছে এবং প্রশ্ন তোলেন—’তারা কাদের আশ্রয়ে অপরাধীদের রক্ষা করছে?’

সমাবেশে আরও বলা হয়, ‘যদি দ্রুত বিচার না হয়, তাহলে আবারো রাজপথে নামবে দেশের শান্তিকামী মানুষ। ৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটতে বেশি সময় লাগবে না।’

সমাবেশে বক্তব্য দেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী শাখার সেক্রেটারি আখতার হোসেন তালুকদার, এস এম জসিম উদ্দিন, সোহাইল আজাদ, জাহাঙ্গীর আলম, আবদুর রশিদ, জেলা ছাত্রসেনার সহ-সভাপতি আরিফুল ইসলাম, উপজেলার নঈম উদ্দিন, মামুন উদ্দিন মেম্বার, আবু তৈয়ব তাহেরী রোকন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট