ওমর ফারুক, বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর টেক্সঘরে নন স্টপ নোটিফিকেশনের ব্যবস্থাপনায় গত ১২.০১.২০২৪ রাত ৭.২০ মিনিটের সময় মাওয়া গ্রুপ চরখিজিরপুর বেটমিন্টন রাত্রিকালীন টুর্নামেন্টের ২০২৪ এর শুভ উদ্ভোধন করা হয়।
ইয়ং স্টার ক্লাবের (চরখিজিরপুর) সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির (ফলমন্ডী, চট্টগ্রাম) সাবেক সফল সাধারণ সম্পাদক, মীর মোহাম্মদ নুর নাহার জামে মসজিদের সভাপতি হাজী মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মানবিক মেয়র, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, চট্টগ্রাম আন্তজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক,এম এ হাসেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা, আদর্শ শিশু কিশোর সংগঠন, পূর্বাশার আলোর উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, ক্রীড়া ব্যক্তিত্ব জননেতা জহুরুল ইসলাম জহুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বোয়ালখালী পৌরসভা ৯ নং ওর্য়াড কাউন্সিলর নোলক জাহাঙ্গীর, সালেহ কমপ্লেক্স চরখিজিরপুর এর প্রতিষ্ঠিতা সভাপতি হাজী মোঃ সেলিম, এস টি পরিবহনের স্বত্বাধিকারী জনাব নুরুল হুদা, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি , টেক্সঘর শাখার সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, আলিফ গ্রুপের ম্যানেজার মোঃ আলমগীর, মোঃ আকতার হোসেন, আবদুল গফুর।
বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় মাওয়া গ্রুপের ম্যানেজিং ডাইরেক্ট, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া ব্যাক্তিত্ব, সি জি কে এস এর কাউন্সিলর হাজী মোঃ আলম ববি সাহেবকে, এছাড়াও ধন্যবাদ জানানো হয়
বিশিষ্ট সমাজ সেবক এম কপিল উদ্দিন ও তাজকিয়া কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সভাপতি আরেফিন রিয়াদকে।
এতে কো – স্পন্সর ছিলো, আইমান স্পোর্টস, মেসাস এন এন এন্টারপ্রাইজ, এস টি পরিবহন সংস্থা, মের্সাস খাজা রাইচ এজেন্সি ও নুর মোহাম্মদ এন্ড সন্স।
প্রধান অতিথির বক্তব্যে জহুরুল ইসলাম জহুর বলেন শরীর, স্বাস্থ্য ও মনকে ঠিক রাখতে খেলা ধুলার বিকল্প নেই। আমাদের সমাজের সকল অপকর্ম, যুব সমাজকে মাধকামুক্ত রাখতে আর সৌহার্দ্য সম্পৃতির পারস্পরিক বন্ধন তৈরিতে খেলাধুলার গুরুত্বপূর্ণ অপরিসীম। তিনি আহ্বান জানান যারা এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছে, সকলকে উপজেলা কিংবা জেলা পর্যায়ে সকল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে একজন যোগ্য ও আদর্শ খেলোয়াড় হিসেবে নিজেকে উপস্থাপন করার জন্য। পরিশেষে আয়োজন যাতে সুন্দর পরিচালনার মাধ্যমে টুর্নামেন্টের সকল কার্যক্রম সফল ভাবে শেষ করতে পারেন সেই ব্যাপারে সজাগ থাকার অনুরোধ জানান।
নন স্টপ নোটিফিকেশন এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শাহরিয়ার জয়, রিমানুল ইসলাম রিমন ও মোরশেদুল আলম সাকিব।
এছাড়াও আরো সম্পৃক্ত ছিলেন,মেহেরাজ হোসেন ফাহিম ,জিসান,মো:সাগর,রাকিব, তানবীর,বাপ্পি,রানা, সুজন, ইমন প্রবাসী, মুন্না সহ প্রমুখ।