ওমর ফারুক, বোয়ালখালী উপজেলা প্রতিনিধি,
গত ১৫ .১১.২০২৪ ইংরেজি, রোজ শুক্রবার, বাদে এশা মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,টেক্সঘর শাখা’র ২০২৪-২০২৫ সালের কমিটি নবায়ন ও মাসিক মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র সংগঠনের সভাপতি ও বোয়ালখালী জোনের সাংগঠনিক সমন্বয়কারী ফরিদ আহমদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দীনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, লেখক ও গবেষক হযরত মাওলানা ওহিদুর রহমান চৌধুরী, আলোচনায় অংশ নেন জিয়াউল কোরআন জামে মসজিদের খতিব জনাব মাওলানা জয়নাল আবেদিন গরিবী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ , বোয়ালখালী (ক)জোনের সমন্বয়কারী জনাব নুরুল ইসলাম অডিটর, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বোয়ালখালী (ক)জোনের সমন্বয়কারী বিশিষ্ট কবি ও লেখক আরিফিন রিয়াদ।
উপস্থিত সকলের সম্মতিক্রমে জনাব আব্বাস উদ্দিন’কে সভাপতি, জনাব মঞ্জুরুল ইসলাম অভি’কে সাধারণ সম্পাদক, জনাব ওমর ফারুক’কে সাংগঠনিক সম্পাদক ও জনাব জানে আলম’কে যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সদস্য খোরশেদ আলম ও মোরশেদ আলমের বাস ভবনে হওয়া পাক্ষিক মাহফিল দরুদ,মিলাদ, তাওল্লাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী, বিশেষ মুনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে মাহফিল ও অনুষ্টান শেষ হয়।