বিশেষ প্রতিনিধিঃ
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার ফাস্ট প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান, এপেক্স বাংলাদেশ জেলা ০৩ এর ট্রেজারার এপেক্সিয়ান শেখ আলমগীর আলম, পটিয়া ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান লিয়াকত আলী,সেক্রেটারি এন্ড ডি এন এডিটর এপেক্সিয়ান মোর্শেদুর রেজা সবুজ ,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ তালুকদার খোকন, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডাইরেক্টর মোর্শেদুল আলম, সার্ভিস ডাইরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন এডভোকেট নুরুল ইসলাম,নাফিস করিম চৌধুরী, রেখা দাশ, ইব্রাহিম রানা, মীর এরশাদুর রহমান , মোহাম্মদ নাঈম উদ্দিন আলমদার , অধ্যাপক ভগিরথ দাস , নুরুল আমিন, টিটু, তসলিমা নূর, জসীমউদ্দীন কমান্ডার, প্রমুখ।
এতে বক্তারা বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির অহংকার এই দেশের মুক্তিকামি মানুষের আন্দোলনের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি এই দেশকে আত্মমর্যাদাশীল দেশের রূপান্তর করতে নতুন প্রজন্মকে এক যুগে কাজ করতে হবে।