1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চিটাগাং বিপিএড কলেজের এডহক কমিটির সভাপতি সাংবাদিক মোশাররফ চন্দনাইশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ভারী বৃষ্টিতে নোয়াখালীর শহর-গ্রামে জলাবদ্ধতা, জনদুর্ভোগ বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি: তিন ফার্মেসিকে জরিমানা, একটি সিলগালা বোয়ালখালীতে অটোরিকশার ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫ চুরি যাওয়া বোয়ালখালীর “বাস” কুমিরায় উদ্ধার ‎পটিয়ায় রথযাত্রা অনুষ্ঠান বানচালের চেষ্টা, আয়োজকদের প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, তিন প্রতিষ্ঠানকে জরিমানা চাটগাঁ ভাষার বানান রীতি, লোকজ সংস্কৃতি, স্বেচ্ছাসেবক আহ্বান, প্রচার ও প্রকাশনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মানব সভ্যতার বিকাশ ও বর্দ্ধনায় বৃক্ষের ভূমিকা অপরিসীম।

মনোহরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি, মনোহরগঞ্জ (কুমিল্লা):

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা- ২০২৫ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে ক্রিড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে মনোহরগঞ্জের নাথেরপেটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রুপ ভিত্তিক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে।

খেলা শেষে একই দিনে বিকালের দিকে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক ও ক্রিড়ানুরাগী মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং নাথেরপেটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. আবুল কাশেম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, সাংবাদিক ও সমাজসেবক মো. আবদুল গোফরান, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. নাজির আহম্মদ, নাথেরপেটুয়া ডিগ্রী কলেজের বিদ্যুৎসাহী সদস্য মো. সাইফ উদ্দিন লিটন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. গিয়াস উদ্দিন, লক্ষণপুর ফাজিল মাদ্রাসার অধ্যাপক মো. সাইদুর রহমান, নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবিভাবক সদস্য মাস্টার মো. মোবারক হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. মোশারফ হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. নুরুল কবির নুরুন্নবী, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. কামাল হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জি. মো. মিনহাজ মাসুদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাও. মো. নোমান শরীফ, বিশিষ্ট ক্রিড়ানুরাগী ও সমাজসেবক আবদুল্লাহ আল মামুন সুমন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক ইঞ্জি. মমিন উল্ল্যাহ। আরও উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাগণ।

বিশেষ অতিথি নাথেরপেটুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাই আগামী দিনের ভবিষ্যতের কান্ডারী। আজকের মন্ত্রি-মিনিস্টার, বিভিন্ন উচ্চ পদস্থ সচিব সকলেই এই প্রাইমারীর গন্ডি পার হয়ে আসছে। যারা শিক্ষকতার দায়িত্বে আছেন আপনাদের হাত থেকেই আমরা আগামী দিনের সচিব, আগামী দিনের নেতা পাবো।

এ সময় আমন্ত্রিত অতিথি, শিক্ষক মন্ডলী এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট