বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
বোয়ালখালীতে যেসব কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো নজরদারিতে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন উপজেলা পরিষদের ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শফিউল আলম।
বুধবার (২৩ মে) বেলা দুইটায় নিজ বাড়ীতে নির্বাচনী প্রধান কার্যালয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বোয়ালখালীর কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাকারিয়া, আওয়ামী লীগ নেতা নুরুল আলম, ইদ্রিস আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক ও বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এস. এম মোদ্দাচ্ছের, সাবেক সভাপতি এম এ মান্নান,
শাহীনুর কিবরীয়া মাসুদ, প্রমুখ।