1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলো প্রয়াস বোয়ালখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ পরিদর্শন সারাশব্দ ছাড়া এসে পড়ে ওয়াগন ট্রেন, অল্পের জন্য রক্ষা শতশত মানুষের প্রাণ ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন: আবু নাছের জিলানীর মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। , হ-ত্যাচেষ্টার অভিযোগে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মা-মলা জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছে সরকার। সোনাইমুড়ীতে ঝটিকা মিছিল করেছে আ.লীগ কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নাশকতার প্রস্তুতির অভিযোগে বোয়ালখালীতে তিনজন আটক

ভূমি সচেতনতায় শিক্ষার্থীদের নিয়ে আড্ডা-কুইজ, বোয়ালখালীতে তিনদিনব্যাপী ভূমি মেলা শেষ

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি আড্ডা, কুইজ প্রতিযোগিতা, সেবামূলক কার্যক্রম এবং সচেতনতামূলক আলোচনার মধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শেষ হলো তিনদিনব্যাপী ভূমি মেলা।

মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, ডা. মহসিন খান তরুণ, সার্ভেয়ার কাজল মিয়া, মাহমুদুল হাসান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দেব। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পম্পি বড়ুয়া।

মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী ভূমি বিষয়ক আড্ডা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেন।

আলোচনায় সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, “তিনদিনব্যাপী এই ভূমি মেলার মূল উদ্দেশ্য ছিল জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান মিলেছে এই মেলায়।”

পরে এ উপলক্ষে এক গণশুনানিরও আয়োজন করা হয়। ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “ভূমি মেলার মাধ্যমে উপজেলা পর্যায়ে জনগণ ঘরে বসেই নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সেবা সম্পর্কে জানতে পারছে। এতে করে ভোগান্তি কমছে, সচেতনতা বাড়ছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের ভূমি সম্পর্কে সচেতন করতে ভূমি আড্ডা আয়োজন করা হয়েছে, যা আগামী প্রজন্মকে স্বচ্ছ ধারণা দিতে সহায়ক হবে।”

অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট