1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পটিয়াস্থ তারতীলুল কুরআন আজিজিয়া মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আনন্দ ভ্রমণ কধুরখীল বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক মতবিনিময় মন্দির ফটকের তালা ভেঙে বোয়ালখালীতে অটোরিকশা চুরি লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দীর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও জন্মবার্ষিকী উদযাপন বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন দোকানিকে জরিমানা জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় পটিয়ার কচুয়াই  একতা সংঘে  ফুটবল প্রদান করলেন যুবদল  নেতা শেখ জাহাঙ্গীর আলম বিশ্বাসঘাতকতা ও প্রতারণার ফাঁদে কোটি টাকার ক্ষতি: প্রবাসীর আহাজারি ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রাথমিক কেন্দ্রীয় কমিটি গঠন বোয়ালখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ভূমি সচেতনতায় শিক্ষার্থীদের নিয়ে আড্ডা-কুইজ, বোয়ালখালীতে তিনদিনব্যাপী ভূমি মেলা শেষ

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি আড্ডা, কুইজ প্রতিযোগিতা, সেবামূলক কার্যক্রম এবং সচেতনতামূলক আলোচনার মধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শেষ হলো তিনদিনব্যাপী ভূমি মেলা।

মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, ডা. মহসিন খান তরুণ, সার্ভেয়ার কাজল মিয়া, মাহমুদুল হাসান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দেব। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পম্পি বড়ুয়া।

মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী ভূমি বিষয়ক আড্ডা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেন।

আলোচনায় সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, “তিনদিনব্যাপী এই ভূমি মেলার মূল উদ্দেশ্য ছিল জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান মিলেছে এই মেলায়।”

পরে এ উপলক্ষে এক গণশুনানিরও আয়োজন করা হয়। ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “ভূমি মেলার মাধ্যমে উপজেলা পর্যায়ে জনগণ ঘরে বসেই নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সেবা সম্পর্কে জানতে পারছে। এতে করে ভোগান্তি কমছে, সচেতনতা বাড়ছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের ভূমি সম্পর্কে সচেতন করতে ভূমি আড্ডা আয়োজন করা হয়েছে, যা আগামী প্রজন্মকে স্বচ্ছ ধারণা দিতে সহায়ক হবে।”

অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট