জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়ার স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ পৌরসভার ছাদেক মোহাম্মদ পাড়া তরুন উন্নয়ন সংগঠনের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’২৪ এর ফাইনাল খেলায় ভিলেজ এফসি ফুটবল একাদশ ৭-১ গোলে মোজাহের পাড়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
৩১ জানুয়ারি বিকেলে ছাদেক মোহাম্মদ পাড়া বিলে খেলার প্রথমার্ধে ভিলেজ এফসি ৩-১ গোলে মোজাহের পাড়া ফুটবল একাদশকে পিছে ফেলে এগিয়ে যায়। দ্বিতীয়র্ধে পর পর ৪টি গোল করে ভিলেজ এফসি ৭-১ গোলে জয় লাভ করে। বিজয়ী দলের জিহান ৪টি, সোহান ৩টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। খেলায় সাকিব ম্যান অফ দ্যা ম্যাচ, জিহান সেরা গোলদাতা, আকরাম সেরা গোল রক্ষক জহুরুল লাল দত্ত সেরা দর্শক নির্বাচিত হন। খেলা শেষে সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন মদিনা প্রবাসী রফিকুল ইসলাম, উদ্বোধক ছিলেন সাইফুল ইসলাম হিরু, বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে এনামুল হক এনাম, আকতার উদ্দীন, মহিউদ্দীন, সিরাজুল ইসলাম, আবদুর রহিম, নাজিম উদ্দীন, শিক্ষক সৃজন, ইমরানুল হক, আবু জাফর, সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের সভাপতি মো. ইছহাক। ধারা বর্ণনায় ছিলেন আবুদল মান্নান আজাদ, মাহবুব আলম, আহমদ জমির, খেলা পরিচালনায় ছিলেন বিশিষ্ট খেলোয়াড় মো. হোসেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত