আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়িতে ২নং হোসেনপুর ইউনিয়নে ভিডব্লিউবি সার্বিক তত্ত্বাবধানে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কারিগরী সহায়তায় ২০২৩/২৪ অর্থ বছরের ২’শ ৬৬ জন তালিকাভূক্ত হতদরিদ্র নারী উপকার ভোগীদের মাঝে ভিডাব্লিউবি দুস্ত মাতা’র কার্ড ও চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
১৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে হাসবাড়ি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে এ বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু।
এ সময় পলাশবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার,চেয়ারম্যান প্রতিনিধি হেলাল মিয়াসহ,ইউপি সদস্য ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু বলেন,২’শ ৬৬ জন হতদরিদ্র সুবিধাভোগীর মাঝে জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের চাল বিতরণ করা হচ্ছে। সুবিধাভোগীরা ৩০ কেজি হিসেবে ২ মাসের ৬০ কেজি চাল পাবে। এছাড়া কোন অনিয়ম হলে এবং ধনী ব্যক্তিরা কোনভাবে তালিকাভুক্ত হলে তা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার বলেন, এরকম কেউ তালিকাভুক্ত হলে এবং অভিযোগ পেলে তা যাচাই বাছাই পূর্বক জুন মাসের মধ্যে সেসব নাম সংশোধন করে ধনী ও স্বাবলম্বী ব্যক্তিদের নাম বাতিল করে হতদরিদ্রের নাম নতুন করে তালিকাভুক্ত করা হবে এবং সে সুযোগ রয়েছে বলে গণমাধ্যম কর্মীদের জানান এই কর্মকর্তা।√#