1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কবিরহাটে কলেজ ছাত্রদল সভাপতি ও সম্পাদকের নেই ছাত্রত্ব সোনাইমুড়ীতে পুড়ল ৮ দোকান, ক্ষতি কোটি টাকার বোয়ালখালীতে কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক সন্তান জন্মের প্রায় দুইমাস পর তথ্য গোপন করে মাতৃত্ব ছুটি নেওয়ার অভিযোগ প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে ঢাকায় আল্লামা সেহাবউদ্দীন খালেদ (রহঃ)-এর স্মরণে কনফারেন্স ১৯ এপ্রিল বর্ষবরণে পটিয়ার হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের বর্ণাঢ্য আয়োজন সৈয়দপুর বহুমূখী উচ্চ  বিদ্যালয়ের সভাপতি মোরর্শেদুল আলম নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজগর  বোয়ালখালীতে সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব উদযাপন

ভিডব্লিউবি/দুস্ত মাতা’র কার্ড ও চাল বিতর‌ণ কার্যক্রমের উ‌দ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৩৩৩ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবা‌ড়ি‌তে ২নং ‌হো‌সেনপুর ইউ‌নিয়‌নে ভিডব্লিউবি সার্বিক তত্ত্বাবধানে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কারিগরী সহায়তায় ২০২৩/২৪ অর্থ বছ‌রের ২’শ ৬৬ জন তা‌লিকাভূক্ত হতদরিদ্র নারী উপকার ভোগীদের মা‌ঝে ভিডাব্লিউবি দুস্ত মাতা’র কার্ড ও চাল বিতর‌ণ কার্যক্রমের আনুষ্ঠা‌নিক উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে।

১৩ এ‌প্রিল বৃহস্পতিবার দুপু‌রে হাসবা‌ড়ি উচ্চ বিদ‌্যালয় চত্বর থে‌কে এ বিতর‌ন কার্যক্রমের শুভ উ‌দ্বোধন ক‌রেন ইউ‌পি চেয়ারম‌্যান তৌ‌ফিকুল আ‌মিন মন্ডল টিটু।

এ সময় পলাশবা‌ড়ী উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার,চেয়ারম‌্যান প্রতি‌নি‌ধি হেলাল মিয়াসহ,ইউ‌পি সদস‌্য ও সুশীল সমাজের লোকজন উপ‌স্থিত ছি‌লেন।

এ সময় হো‌সেনপুর ইউ‌পি চেয়ারম‌্যান তৌ‌ফিকুল আ‌মিন মন্ডল টিটু ব‌লেন,২’শ ৬৬ জন হতদ‌রিদ্র সু‌বিধা‌ভোগীর মা‌ঝে জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের চাল বিতরণ করা হ‌চ্ছে। সুবিধাভোগীরা ৩০ কেজি হিসেবে ২ মা‌সের ৬০ কে‌জি চাল পা‌বে। এছাড়া কোন অ‌নিয়ম হ‌লে এবং ধনী ব্যক্তিরা কোনভাবে তালিকাভুক্ত হলে তা তদন্ত ক‌রে ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।

মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার বলেন, এরকম কেউ তালিকাভুক্ত হলে এবং অভিযোগ পেলে তা যাচাই বাছাই পূর্বক জুন মাসের মধ্যে সেসব নাম সংশোধন করে ধনী ও স্বাবলম্বী ব্যক্তিদের নাম বাতিল করে হতদরিদ্রের নাম নতুন করে তালিকাভুক্ত করা হবে এবং সে সুযোগ রয়েছে বলে গণমাধ্যম কর্মীদের জানান এই কর্মকর্তা।√#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট