পলাশ সেন। চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রাম নগরীর মিনিসিপাল স্কুল শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
বুধবার ২১ ফেব্রুয়ারি সকাল ৯ ঘটিকায় শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটি, মহানগর কমিটি ও থানা কমিটি সকল নেতৃবৃন্দ প্রমুখ।
শ্রদ্ধাজ্ঞলি জানানোর শেষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক দয়াল সামন্ত বলেন, ‘অমর একুশের চেতনাকে ধারণ করে বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত হোক, বৈষম্যহীন বর্ণিল পৃথিবী গড়ে উঠুক- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এটাই আমার প্রত্যাশা।