1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ৬০০ গ্রাম গাঁজাসহ বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার সোনাইমুড়ীতে অস্ত্রসহ ১৬ মামলার আসামী আটক শীতবস্ত্র বিতরণকালে সিডিএ’র বোর্ড মেম্বার প্রকৌশলী মনজারে খোরশেদ আলম শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে চবি ভর্তি পরীক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব চন্দনাইশ গাছবাড়িয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নিবার্চন সম্পন্ন- সভাপতি নজরুল ইসলাম আবদুল, সাধারণ সম্পাদক মো. আবু ছৈয়দ চৌধুরী চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সম্পাদক মো. সবুজ বোয়ালখালীতে সুলভ মূল্য সিলিন্ডার গ্যাস বিক্রয় করবে প্রশাসন নোয়াখালীতে ২ স্কুলে চুরির ঘটনা ঘটেছে

ভারতের ত্রিপুরায় মেলা দেখতে গিয়ে রাউজান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ২৩ বাংলাদেশি আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ভারতের ত্রিপুরা রাজ্যে মেলা দেখতে গিয়ে রাউজান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির ২৩ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে পশ্চিম ত্রিপুরার বিশালগরের আমতলী থানার পুলিশ ১৩ ও দক্ষিণ ত্রিপুরার গোমতীতে ভারতীয় সীমান্তররক্ষী বাহিনী (বিএসএফ) ১০ জনকে গ্রেপ্তার করে। সীমান্ত সূত্রে জানা যায়, পশ্চিম ত্রিপুরার বিশালগরের আমতলী থানার পুলিশ বেআইনিভাবে দেশটিতে প্রবেশের দায়ে ১৩ জনকে গ্রেপ্তার করে। সোমবার (১৫ জানুয়ারী) গ্রেপ্তার হওয়া এই ১৩ বাংলাদেশির মধ্যে ১১ জনই চট্টগ্রামের রাউজানের বাসিন্দা। তাদের পরিচয়- রাউজানের দেওপাড়ার কাজল দাসের ছেলে সঞ্জয় দাস (৪০), সুকুমার দাসের ছেলে দীপক ঘোষ গুপ্ত (৫৪), বিশ্বনাথ দাসের ছেলে জয় দাস (২৭), একই উপজেলার সুলতানপুর ফকিরহাটের রানাধার দাসের ছেলে প্রান্ত দাস (২৭), মিলন বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (৩৫), ভুপল দে’র ছেলে মোহন দে (৩৬), যোগেশ ঘোষের ছেলে রুবেল ঘোষ (৩৮), মন্টু রাম ঘোষের ছেলে রোমান ঘোষ (৩১), মিলন দে’র ছেলে শংকর দে (৪৩), দাসপাড়ার অনিল দাসের ছেলে উল্লাস দাস (৩৫), কাঁঠালপুর গ্রামের দুলাল নাথের ছেলে রুবেল কুমার নাথ (৩৫), রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজনগর গ্রামের অরুণ বণিকের ছেলে সাজু বণিক (৩০) ও খাগড়াছড়ি সদরের মাস্টারপাড়ার শম্ভু ধরের ছেলে জিকু ধর (২৫)।

সীমান্তের একটি সূত্র জানায়, তারা গাড়ি করে আগরতলায় যাওয়ার পথে আমতলী এলাকায় পুলিশের হাতে আটক হন। আমতলী থানার পুলিশ সোমবার অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়। পুলিশ তাদের আদালতে হাজির করার পর আদালত ১৪ দিনের কারাদ- দিয়ে তাদেরকে বিশালগর কেন্দ্রীয় কারাগারে পাঠান।
অন্যদিকে, দক্ষিণ ত্রিপুরার গোমতী এলাকায় বিএসএফের হাতে আটক হয় আরও ১০ জন। তারা হচ্ছেন, মো. শামসুদ্দিন, আব্দুস সালাম, মো. সুমন, মো. বেলাল, আব্দুল জলিল, আল-আমিন, মো. সোহেল, মো. হাসান, মো. ইসমাইল ও মো. রবিউল। তারা সবাই রাঙ্গামাটির লংগদুর আটারকছড়া ইউনিয়নের বাসিন্দা। বিএসএফ তাদের আটকের পর পুলিশের কাছে সোর্পদ করে।
লংগদুর আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় মিত্র চাকমা এর সত্যতা নিশ্চিত করে গত শনিবার তাদেরকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, বিনা পাসপোর্টে ভারতের ত্রিপুরায় পৌষ মেলা (ডম্বুর মেলা) দেখতে গিয়ে আমার ইউনিয়নের ১০ জন দেশটিতে বিএসএফের হাতে আটক হন। আটক হওয়া যুবকদের অভিভাবকরা আমাকে এ খবর জানালে আমি বিষয়টি বিজিবিসহ স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া ২৩ বাংলাদেশি খাগড়াছড়ির পানছড়ির দুদকছড়া সীমান্ত দিয়ে ভারতের দক্ষিণ ত্রিপুরার গোমতীর সীমান্তবর্তী এলাকায় ডম্বুর মেলায় যোগ দিতে যান। প্রতি বছর ১৩-১৪ জানুয়ারি অনুষ্ঠিত ডম্বুর মেলায় হাজার-হাজার বাংলাদেশি সীমান্ত পার হয়ে ভারতে যায়। আটক হওয়া লংগদুর ১০ জনকে গোমতী এলাকা থেকে আটক করা হয়। অন্য ১৩ জন মেলা দেখে করে আগরতলায় বেড়াতে যাওয়ার পথে পশ্চিম ত্রিপুরার বিশালগরে গ্রেপ্তার হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট